আলো
বুকের
ঝলকানি
রোদের মায়া
নাকি মরীচিকা!
মরুভূমির  বালি
পুড়ে যায় সারা দেহ
তৃষ্ণায় ফেটে যায় বুক
সারাটা  জীবন  ছুটলাম
শুধুই  মরীচিকার  পিছনে
একটু সুখ পেলাম না জীবনে
আকাশ প্রদীপ শূন্যেই দোল খায়
অবিরত জ্বলে সারারাত  আকাশেই
তবুও বেঁচে ভালোবাসা আলোর মায়ায়।।


          *****