টানা টানা চোখে জীবনের কথা লেখা
এক গাদা ঘুড়ির মিছিলে অবাক তাকিয়ে
কাটা ঘুড়ি সীমান্তের কাঁটাতার বোঝে না।


পাখিদের সাথে আঁতাত করেছে মেঘ
পেট কাটি চাঁদিয়াল যাচ্ছে ভেসে ওদেশে
পাসপোর্ট ভিসা চাইনা কিছুই ওদের।


পাখি আর ঘুড়ি ঢুকছে মেঘের ভেতর
বেহাগ বাতাস মাতৃভূমি খোঁজে
ছেঁড়া ছেঁড়া মন ছুঁয়ে দেখে শৈশব।


জন্ম ভিটে খুঁজছে ভোকাট্টা ঘুড়ির দল
নাকি পদ্মা গর্ভ নিয়েছে সব কেড়ে
বিদীর্ণ মন চোখ মুছে চেয়ে আছে।


কেমন আছে আমার ভালোবাসার আপনজন
কাটা ঘুড়ির দল আনবে সুখবর নিয়ে
প্রতীক্ষায় কাটে দিন মাস বছর ...


      *****


রচনাকাল – ২৯/০৪/২০১৮