কুয়াশার চাদরে  ডুবে গেছে  চরাচর
ভরা পূর্ণিমার চাঁদও  আবছা  লাগে
শীতের দাপট হাড়ে জাঁকিয়ে বসে
খোলা আকাশটা কেমন মায়াবী
বস্তিটা জুড়ে  মায়ার  বাঁধন
নষ্ট রোদে জ্বলে না কিছুই
শরীরও  না  মনও  না
শীতে কাবু দীন দুখি
তবুও খোলা বস্তি
কাঁপন ধরায়
উলঙ্গ শিশু
অট্টহাসি
হাসছে
দেখো
ঐ।


  *******