বন্দী বাতাস বলতে চাইছে কথা
প্রকৃতির চোখে নির্বাক কান্না ব্যথা
চাঁদনি রাতে হিমেল বাতাস বয়
হৃদয়ের ভাষা ক্রমশ হচ্ছে ক্ষয়।

বন্দী বাতাস লিখছে জবানবন্দী
লোভী মানুষ আটছে কতই ফন্দি
প্রকৃতির বুকে মারছে ধারালো ছুরি
মিথ্যে কথার বে-লাগাম ফুলঝুরি।

বন্দী বাতাস মুক্তি চাইছে আজ
ছন্দ হারিয়ে মানুষ খুঁজছে কাজ
পাপের হিসাব দিতেই হবে সবার
দেবে না কেউ একটুখানি খাবার।

বন্দী বাতাস জানে সবার ইতিহাস
জানো না কেউ প্রকৃতির পরিহাস
মরার পরে থাকবে পড়ে লাশ -
ভেবো না তুমিই তুরুপের তাস!

বন্দী বাতাস দেবে মানুষকে মুক্তি
রিক্ত মানুষ যতই দেখাক যুক্তি
ঝড়ের সাথে করবে নাকি যুদ্ধ
প্রকৃতি কিন্তু হচ্ছে ভীষণ ক্রুদ্ধ।

          ******

২৪ নভেম্বর ২০২২