বিন্দু বিন্দু ঘাম ক্রমশ নদী হয়ে যায়
একটা একটা বছর শেষ হয়ে যাচ্ছে নীরবে
বয়স বাড়ছে তবুও অভিমান কমছে কই
গরীবের যে অভিমানটাই সম্বল।


বসন্ত বাতাসে আগুনের হলকা নেই
নতুন বছরে শুরু হবে উত্তাপের উৎসব
পুরনোকে ভোলা যায় না কখনও -
স্মৃতির সরণি বেয়ে হেঁটে চলেছে অভিমানী মানুষ।


বর্ষ বিদায়ের শেষ জোছনা আলো ছড়িয়ে পড়ছে হৃদয় ভূমিতে
জীবনের গল্পগুলো কুড়িয়ে নিয়ে বাঁচতে চায় মানুষ
নতুন বছরের হাত ধরে নতুন নতুন স্বপ্ন লিখতে চায়
উপোসী সময়কে নীলকন্ঠ পাখির ডানায় ভাসিয়ে দিতে চায়।


        ******


রচনাকাল -
১২ই এপ্রিল ২০২৪