কল কারখানা মিছিল মিটিং
সবই এখন বন্ধ
বুকের পাঁজরের হাড়েই লেখা
শ্রমিক হয়েছে অন্ধ।

বিশ্বকর্মার নেই তো কাজ
যন্ত্রে পড়েছে জং
আবার কবে করবে দয়া
কারখানায় হবে রং!

তোমার আশায় থাকে বসে
সকাল থেকে সাঁঝ
মাস বছর সব পেরিয়ে
মাথায় যেন বাজ।

মানুষ যেন মরা কঙ্কাল
কাশিতে ওঠে রক্ত
মাটির বিছানায় ঘুমিয়ে আছে
ওরাও তোমার ভক্ত।

বাবা বিশ্বকর্মা তুমিই ঈশ্বর
করো দয়া সবার
কল কারখানার খোলো দুয়ার
আনবে কাজের জোয়ার!

         ******

রচনাকাল  -  ১৭|০৯|২০২২