বৃষ্টিতে ভিজতে ভিজতে গান গায়
পড়ন্ত বিকেলের রামধনু মাখা আকাশ
বুকের জলপথে অশান্ত নদী
উজান স্রোতে ভেসে চলে বৃষ্টি ধারা।


ঝড় উঠেছে মনের দুয়ার জুড়ে
বৃষ্টিতে ভিজে যায় হলুদ রঙের শাড়ি
শরীরী পোশাকের গোপন আবরণ
চঞ্চল প্রকৃতির মতো সিক্ত শরীর।


কনক চাঁপার গন্ধ ভেজা শরীর
পাইন বনে নামছে রাতের নিস্তব্ধতা
বৃষ্টিতে ভিজতে ভিজতে গান গায়
ভালোবাসা এসে বৃষ্টির সাথে মেশে।


মনের ঘাটে নৌকা বাঁধা আছে
নৌকা বোঝাই হাজার প্রগলভতা
পিছলে গেলেই গভীর খাদের নীচে
অবুঝ বৃষ্টি না থামার ভান করে।।


          *****