ধুলোর পরে আছে শুয়ে
অন্ধ অবোধ শিশু
ভালোবাসার কাঙাল সে তো
হৃদয়ে আছে যিশু।

ভিক্ষা করে কাটে সময়
সকাল থেকে রাত
তবুও তার পড়ে না পেটে
রুটি কিংবা ভাত।

হারিয়ে গেছে সুখের স্মৃতি
এখন সবই শেষ
মাকে জড়িয়ে পড়তো ঘুমিয়ে
এখনও রয়েছে রেশ।

ঝরে যাওয়া পাতার মতো
ফুটপাতই তার আশ্রয়
মায়ের আঁচল ছায়ার মতো
কে দেবে তাকে প্রশ্রয়!

মা যে কোথায় হারিয়ে গেল
দু'চোখে আসে জল
বুকের জোছনায় আলোকিত হবে
সব ভাবনাই নিষ্ফল।

      ******

০৯ মার্চ ২০২৩