কদমফুলের গন্ধ ভুলিনি আজও
কদমতলায় প্রথম আলাপ তোমায় আমায়
জীবন নদী ভালোবাসায় লেখা –
সাদা ক্যানভাস উচ্ছল রঙমশাল।


শতাব্দী পেরিয়ে ভালোবাসা বেঁছে থাকে
মরুভূমিতে নিশ্চয় আছে মরূদ্যানের খোঁজ
নইলে ভালোবাসা কেন ডাকে উত্তপ্ত বালিতে
কেন বারবার ছুটে যায় প্রেমিকের দল!


উপত্যকায় নামছে ধ্বস – ভালোবাসা তবুও মৃত্যুহীন
মুগ্ধ বিস্ময়ে তাকিয়ে কৃষ্ণচূড়া -
কদমতলা জিতে যায় কদমফুলের সুগন্ধে ...
ভালোবাসা আজও ঠায় দাঁড়িয়ে কদমতলার ছায়ায়।


দক্ষিণা হাওয়ায় উবে যায় হলুদ গন্ধ -
নারী শরীরের চন্দন গন্ধ লুটে নেয় পুরুষ পতঙ্গ
রাত্তির জাগছে নিরীহ জোনাকির দল
খোলা শরীরের সুবাস নিতে নিতে ।।


         *****