আর কতকাল ধরবে চেপে
ছেঁড়া জামার কলার
হাত ছাড়িয়ে চোখ পাকিয়ে
এসেছে সময় বলার।

মুখ বুজে দুঃখ অপমান
করেছি অনেক সহ্য
হাতটা তোমাদের মোচড় দেবেই
কখনও করো নি গ্রাহ্য।

গরীব মানুষ ঢোঁড়াসাপ নয়
করবে এবার ফোঁস
অপমান করা ছাড়তে হবে
শুধুই দেখবে দোষ!

চাবুকের দাগ লুকিয়ে রেখে
তবুও হাসে ওরা
মানুষ মানুষের কেন ভেদাভেদ
জানে না বসুন্ধরা।

মুখোশ খুলে মানুষ হবে
থাকবেনা কোনো দ্বন্দ্ব
আর কতদিন থাকবে দূরে
কোনো মানুষই নয় মন্দ।

         *******

রচনাকাল  - ২৫|০৮|২০২২