একটা চোখে কান্না ঝরে
একটা চোখে সুখ
একটা হৃদয় বড্ড কাঙাল
অশ্রুতে লিখি ভুখ।


প্রকৃতির কোলে আছে শুয়ে
সবুজের কোলাহল
আধমরা আছো তোমরা সবাই
গিলছো যে হলাহল।


মানুষ জনম বড় দুঃখের
তবুও করবে লড়াই
ছিন্ন বীণায় সুর বেঁধেছি
আছে অভুক্ত বড়াই।


আকাশ ঢেকেছে ঘন কালো মেঘে
অশ্রুতে বাঁধি গান
পথ ভুলেছে মেঘ বালিকা
বৃষ্টিতে নামুক বান।


অন্ধ দেবতা তাকিয়ে দেখো
মানুষের দুর্ভোগ
সবাই ভেবেছে থাকবে সুখে
শরীরে শুধুই রোগ।


      ******


রচনাকাল -
২৩শে এপ্রিল ২০২৪