একটু একটু করে নিভে আসছে আগুন -
সন্ধ্যা নামছে লেলিহান শিখা উপেক্ষা করে
ডুকরে কাঁদছে পাড়া প্রতিবেশী আত্মীয় পরিজন
ছোট্ট ছেলেটা বোঝে না সবাই এত কাঁদছে কেন
আকাশে বাতাসে কেবল কাঁচা মাংসের পোড়া গন্ধ।


চিতাভস্মে জল দিচ্ছে ছোট্ট ছেলেটা
অবাক চোখে ছোট্ট ছেলেটা দেখলো
আস্ত একটা শরীর আগুনের ভেতর
কর্পূরের মত ধীরে ধীরে উবে যাচ্ছে।


বাবার অস্তিত্ব মুছে যাবে মন থেকে একদিন
কিন্তু আর একজন শোকে পাথর –
আবহমান কালের নিয়মে তাকে আনা যাবে না শ্মশানে
চোখের জল শুকিয়ে মরুভূমি
চিতাভষ্মের চাই উড়ছে দমকা হাওয়ায় ...


অকাল বৈধব্য হাত ধরে দাঁড়িয়ে ছোট্ট শিশুটার
নষ্ট সময় থমকে দাঁড়াবে না –
চোখ মুছে তাকিয়ে দেখো উঠছে সোনালী সূর্য
সোনা ঝরা দিন, নতুন করে বাঁচার স্বপ্ন ...


          ******