পাখির উল্লাস শুনে থমকে দাঁড়ায় দুপুর
গোপন ফিসফাস ভেসে আসে চিলেকোঠা থেকে
বিপন্ন ওড়না ছটফট করে বুকের কার্নিশে -
দুপুরের রোদ গোলে তৈরি হয় ভালোবাসার ওম!


দমকা বাতাসে এলোমেলো হয় পড়ন্ত বিকেল
সোনালী আলোর আভায় দিগন্ত রঙিন ...
বসন্ত বাতাসে যৌবনের অঙ্গীকার হাতছানি দেয়
মার্বেল পাথরের কারুকার্যে সম্ভোগের ইস্তেহার।


আচমকা বৃষ্টিতে ধুয়ে যায় শরীরের আবর্জনা
ভেতরের আগুন ধিকিধিকি জ্বলে অনন্ত সময়
সুখের পশরা নিয়ে উপনীত যৌবনের খনন
বাদামী ঠোঁটে কামড়ের দগদগে দাগ উজ্জ্বল।


শরীর উজাড় করে দেউলিয়া হয় নারী
পরিয়ায়ী পাখিরা উড়ে গেছে ভিন দেশে
নারী উড়তে পারে না সর্বস্ব খুইয়ে ...
গোপন দুপুর লুঠ করে নিয়ে যায় দুপুর দস্যুরা।।


         ******