দু'মুঠো অন্ন জোটাতে কৃষক
করে পরিশ্রম
হাসতে গেলেই রক্ত ওঠে
হারিয়ে যাচ্ছে দম!

ব্যাঙের ডাকে রাত্রি কাটে
অঝোরে ঝরে বৃষ্টি
কৃষকের মুখে ফুটলে হাসি
তবেই হবে সৃষ্টি।

জোনাকি আলো ঝিমিয়ে পড়ে
ডাকছে ব্যাঙের দল
শ্রমের মূল্য কৃষক পাবেই
নেই সেখানে ছল।

সকাল সন্ধ্যা কৃষ্ণ ভজনা
তবুও ফোটে না হাসি
দেবতার মন পাওয়া কী সহজ
দুঃখ যে রাশি রাশি।

তবুও করি দেবতা প্রণাম
সকাল কিংবা সাঁঝ
ধন ধান্যে পুষ্পে ভরা
শ্রমে নেই তো লাজ।

      *******

১ আগস্ট ২০২৩