হাওয়ার বেগে ছুটছে মানুষ
যেন রকেট গতি
থমকে দাঁড়ায় ঘড়ির কাঁটা
মানুষের ফিরবে মতি?

ঘড়ির কাঁটা হার মানবে
ছোটার নেই তো শেষ
অন্ত বিহীন এই চলাতে
কাটবে কবে রেশ!

যন্ত্র জীবন নেই মুক্তি
দু'চোখ খোঁজে ভোর
ক্লান্ত মানুষ তবুও ছোটে
কাটে না আজও ঘোর।

বুকের পাঁজরে ধরেছে ঘুণ
এবার একটু দাঁড়াও
মা এসেছেন মর্ত ধামে
হাতটা তোমরা বাড়াও।

পুজোর প্রসাদ সবাই পাবে
নতজানু হয়ে বসো
অনেক ছুটলে এক জীবনে
মায়ের চরণে এসো।

        ******

রচনাকাল  - ১৫|০৯|২০২২