মরা পাখির চোখের জল শুকিয়ে গেছে
মরা মানুষের চোখের জল গেছে উবে
খোঁচা খোঁচা দাড়িতে লুকিয়ে গভীর দারিদ্র
ছন্দপতন পাখি ও মানুষের আলাদা রকম!


তীরের ফলায় ক্ষত বিক্ষত পাখির হৃদপিন্ড
ঘুণধরা জীবনে দুঃখের পাঠশালা পার হতে হতেই
মুখ থুবড়ে পড়ে ভালোবাসার রাজপাট -
মুক্ত আকাশে উড়ন্ত পাখির শেষ উড়ান।


পাখির বুকের ভেতর আর্তনাদ করে উন্মুক্ত নীল আকাশ
চোরাস্রোতের মত শরীরে ধরেছে ঘুণ ...
পরিযায়ী রোদ ভুলে গেছে মরমী পাখির যন্ত্রণা
ভুলে গেছে সবাই গরীবের হাহাকারের কথা।


মানুষের প্রাণপাখির চেয়েও মূল্যহীন মানুষের হৃদয়
চোরা শিকারি ভুলে গেছে লোভের মায়াজাল
ডুবোজাহাজ ডুবছে দেখেও হাসছে ঈশ্বর -
মানুষের কান্না শোনার সময় কারুর নেই!!


       *******