বাদুড় ঝোলা ঝুলছে সবাই
বাসে কিংবা ট্রেনে
ছুটছে মানুষ পথ হারিয়ে
পড়ছে খাদে ড্রেনে।


গ্রামে আর কাজটা কোথায়
অভাব সারি সারি -
ঘরে আছে পুষ্যি অনেক
ভেবেই মরি মরি!


শহর আছে দিব্যি সুখে
হাওয়ায় ওড়ে টাকা
বাদুড় ঝোলা বাসে ট্রেনে
টাকা সবই ফাঁকা।


বুকের পাঁজরে ইতিহাস লেখা
শরীর পুড়ে ছাই
পেটের জ্বালা বড়ই জ্বালা
দুমুঠো অন্ন চাই।


শরৎ মেঘে ভাসিয়ে দিলাম
ভোরের শিউলি ফুল
সুখের ঠিকানা খুঁজতে গিয়ে
করেছি অনেক ভুল।


   ****