দিগন্ত জুড়ে মেঘের বিলাপ ঈশান কোণে ঝড়
আকাশ গলানো রোদ হারিয়ে উড়ছে চালের খড়।


নাগরদোলা ঘুরছে হাওয়ায় জন শূন্য মাঠে
মেলা পাগল হাজার মানুষ ছুটছে পথে ঘাটে।


এক নিমেষে আঁধার হল হাজার বাতির আলো
পসরা সাজিয়ে বসা দোকানির মুখটা দুঃখে কালো।


হারিয়ে গেল মেলার মজা ঘুড়ির খেলা শেষ
শিশু সরল মুখগুলো সব হারায় সুখের রেশ।


ঝড় উঠেছে ঈশান কোণে ঝড় উঠেছে মনে
ভালোবাসার হাতটি ধরে ছুটছে প্রাণ পণে।।


               *****