বারান্দায় পড়েছিল এক আকাশ রোদ্দুর
কুড়তে গেলাম সরে গেল
চোখের পলকে মুচকি হেসে হাওয়া।


থমকে দাঁড়িয়ে ভাগাড় মাংস যানজটে
ভয় নেই! শূন্য ডিগ্রি তাপমাত্রায় আছে
একদম জমে বরফ!


মটন কিংবা চিকেন বিরিয়ানি
আহা! কী সুস্বাদু সব স্বাদ!
স্বাদের মধ্যে লুকিয়ে ভাগাড় মাংসের দল!


ভাগাড়ে পরতেই রোদ্দুরের মত
এক নিমেষেই হাওয়া –
কোথায় গেল কেউ যেন জানে না!


গরু কুকুর শিয়াল বিড়াল যাচ্ছে না কিছু বাদ
কোটি টাকা ফায়দা আছে অন্ধকারে
জাত মারছে ছোটলোক নরপশুর দল।।


     ******


রচনাকাল – ০৬/০৫/২০১৮