একটু আগে সন্ধ্যা নেমেছে
শীর্ণ খালে অবৈধ আবর্জনার স্তুপ
ভ্রূক্ষেপ নেই সরকার, আমজনতার –
চোখের পাতায় লজ্জারা মরে গেছে।


মেঘলা দুপুর গুমোট গরম তবুও
বৃষ্টির দেখা নেই অনেককাল –
বৃষ্টি মানে যেন দুরন্ত কালবৈশাখী
প্রথমে ঝড়ো হাওয়া তারপর সব তছনছ!


চোখমুখ শুকিয়ে ঠায় দাঁড়িয়ে তৃষ্ণার্ত গাছগুলো
গাছের পাতায় এক আকাশ অভিমান -
মেঘের সঙ্গে ফন্দি করেও লাভ নেই
অধরা বৃষ্টির খোঁজে হন্যে প্রকৃতি।


পাখিদের ডানাগুলো জ্বলছে সূর্য লাভায়
গলার আওয়াজ ভিনগ্রহের প্রাণীদের মতন
জলহীন শীর্ণ খাল মজে যাচ্ছে স্রোতের অভাবে
চাই এক পশলা সৃষ্টি ছাড়া প্রবল বৃষ্টি।


রাত্তির গভীর হলে জ্যোৎস্না আলোও উষ্ণতা লাগে
রাতজাগা পাখিদের গান থেমে গেছে আগেই
জোনাকির মিটিমিটি আলোও অসহ্য –
ভোরের হাওয়ায় ঘুমিয়ে পড়ে নিদ্রাহীন মানুষ।


        *******