নারী শরীরের মধ্যে লুকিয়ে ঘুমন্ত আগ্নেয়গিরি
কখন কখন জেগে ওঠে আপন মহিমায়
তার স্ফুলিঙ্গে পুড়ে ছারখার হয় পুরুষ
দাবানলের মত দাউ দাউ জ্বলে ঘুমন্ত আগ্নেয়গিরি।


সুনসান দুপুরেও নারী কথা বলে ভালোবাসার
ভালোবাসার মানুষকে নিয়ে করতে চায় সোহাগ রাত
অবিরত জ্যোৎস্না আলোয় ভেসে যায় বালুচর ...
পুরাকাল থেকে ভালোবাসতে জানে সব নারী।


সময়ে সময়ে নারীকে হতেই হয় আগ্নেয়গিরি
সেখানে পাপ পুণ্য ভালোবাসা বলে কিছু নেই
নষ্ট পুরুষদের শুধু পুড়িয়েই আনন্দ –
আগ্নেয় লাভায় পুড়ে যায় অন্ধ মোহ ভালোবাসা।


বিষণ্ণ গানও মধ্যরাতে হয়ে ওঠে সুমধুর
ঘুমন্ত আগ্নেয়গিরিকে ভয় পায় না মানুষ
নারী শরীরের পবিত্র জ্যোৎস্নায় কালি দিও না
বৈশাখী ঝড়ের মতো উড়ে যাবে পুরুষ অস্তিত্ব।।


            ********


রচনাকাল – ২৪/০৪/২০১৮