ভীষণ রেগে মা লক্ষ্মী বলেন
একি অনাসৃষ্টি
ঘরের লক্ষ্মীরা পায় না খেতে
এই কী বাঙালির কৃষ্টি?

দু'বেলা দু'মুঠো ভাতের জন্যে
পরের বাড়িতে কাজ
এতো অন্ন দিচ্ছি তোদের
নেই কী কোনো লাজ!

শৈশব ওদের নিয়েছিস কেড়ে
আর কতোকাল সইবো
খেলার পুতুল নিয়ে খেলুক
জড়িয়ে বুকে ধরবো।

পরীর মতো উড়ুক ওরা
শৈশব করিস না নষ্ট
ওদের দুঃখে হৃদয় পোড়ে
পাই আমিও কষ্ট।

ওদের মধ্যেও আমি আছি
পাস না দেখতে তোরা
ঘরের লক্ষ্মীদের করিস আদর
আমিও দেবো ধরা।

        ******

রচনাকাল  - ০৯|১০|২০২২