বৈশাখী ঝড় জ্যৈষ্ঠ দুপুর
    পুড়ে হয় খানখান
       ভালোবাসা আজ মন যমুনায়
          অকাতরে করে দানধ্যান।


মৃত নদীরা ভরা জোয়ারে
   খুশিতে হয় চঞ্চল
      হৃদয় বীণায় কলতান ওঠে
         গোপন কথারা উচ্ছল।


ঘুমায় নদী ঘুমায় পাহাড়
    ঘুমায় চোখের জল
       বালুর তটে মুখ লুকিয়ে
          করছো মিছে ছল!


নদীর বুকে নৌকা চলে
   সাগরে জাহাজ ভাসে
      হৃদয় সাগরে ডুবছে বধূ  
         কোন সে ফাগুন মাসে!


শিমুল পলাশ নদীর জলে
   ভাসে আপন মনে
      বধূর আঁখি লজ্জায় লাল
         কৃষ্ণচূড়াও জানে।


       ****