বুকের মধ্যে লুকিয়ে এক গোপন সিঁড়ি
সিঁড়ি দিয়ে নেমে যায় কারা যেন?
মনের উঠোনে কারো তো শব্দ নেই
নিভৃত অন্ধকার পথে নামছে সিঁড়ি দিয়ে।


চোখের কাজল উবে গেছে বসন্ত উৎসবের রোদ্দুর
ওষ্ঠের ধার আগের মতো আর নেই –
গোপন হাসি চুরি হয়ে গেছে মধ্যরাতে
তবুও মনে হয় সিঁড়ি দিয়ে নামছে গোপন অন্দরে!


বসন্ত পঞ্চমী হোক বা রাখী বন্ধন
সবেতেই চোখ টানতো অবুঝ কিশোরী
ঢেউ খেলানো দোপাট্টা উড়ে লাগতো মুখে
উচ্ছল হাসি ছড়িয়ে পড়তো ধূসর গোধূলিতে।


জনহীন পথে নারী শরীরের গোপন সৌরভ
ঘুমোতে পারে না রাত জনাকির দল ...
গোপন সিঁড়ি দিয়ে ছুটে যায় অশ্বমেধের ঘোড়া
নারী শরীর তখন যেন আগ্নেয়গিরির লাভা!


        ******