গোপন ভাঙন থেমে গেছে অন্ধকারে
বন্ধ চোখের পাতা তবুও ঝলসে যায়।


গভীর বিশ্বাসে বুকের মধ্যে নিঃশ্বাস নিতাম
অলক্ষ্যে দাঁড়িয়ে বসন্ত বাতাস -
এক মুহূর্তের জন্যে হলেও থমকে হাসে।


শাড়ির আঁচলে এখনও লেগে বাসমতী গন্ধ
লোকচক্ষুর আড়ালে এক আকাশ অভিমান
বৃষ্টি রঙের জল ছাপিয়ে নামে দুচোখ দিয়ে।


ভালোবাসার বর্ণমালা মেঘলা আকাশ জুড়ে
গোপন ভাঙন ভুলে গেছে অকাল বসন্ত।


নদী হয়ে বয়ে চলে ভালোবাসার নৌকো
শাড়ির আঁচলে এখনও লেগে বাসমতী সৌরভ।।


       *******