ওরা হাড়িকাঠে মাথা দেয় চিরকাল -
জীবনের অশ্রুগুলো কুঁড়িয়ে রাখে বুকের পাঁজরে
তবুও হাসি মুখে লিখে রাখে দুঃখের কাব্য।


চোখের সামনে দেখতে পায় সব সময় উন্মুক্ত হাড়িকাঠ
প্রতিদিন কাউকে না কাউকেই মাথা দিতে হয়
যম কখনও পিছু ছাড়ে না।


ফাগুন বাতাস চুরি করে নেয় সভ্যতা -
বেঁচে থাকার জন্যে মুক্তির পথ খুঁজছে মানুষ
হিজলের বন থেকে ভেসে আসছে পাতা ঝরার মর্মর ধ্বনি।


ভোরের আকাশে রামধনু রঙ খেলা করে
হাড়িকাঠে শুকিয়ে আছে চাপ চাপ রক্তের আর্তনাদ
কতো প্রাণ বলি হয় প্রতিদিন কেউ হিসাব রাখে না কখনও।


             *******


রচনাকাল -
২৭শে ফেব্রুয়ারী ২০২৪