হৃদয় বীণা  সুর বেঁধেছি
    একটু সুখের আশায়
        ভালোবাসা একটি নদী
            বাঁধবো হৃদয় বাসায়।


               খুঁজে বেড়াই ভোরের আলো
          সোহাগ নদীর জল
     শীতের শেষে বসন্ত রাজ
বাহারি ফুলের ঢল।


একফোঁটা জল বুকের ভেতর
    উষ্ণ পরশ লাগে
        সবুজ পাতায় জলের ধারা
            কেমন করে জাগে।


             ফাগুন হাওয়ায় বন্ধ দুয়ার
        খুলে হোক অবসান
    বাউল পথিক সুরের মায়ায়
ধরেছে রঙিন গান।


শিমুল পলাশ রঙের মেলা
    ফাগুন হাওয়ার বেলা
        উদাসী মন পাগল পারা
             হৃদয় রাঙানো খেলা।।


         *********