ভালোবাসা খেলাঘর নয়
দুটি হৃদয়ের ঘ্রাণের বিনিময়
জলতরঙ্গের শব্দে মুখরিত নীল নদ
একটু একটু করে জোছনা ছড়ায় হৃদয়ের বালুচরে।


কবিতারা ভালোবাসা হয়ে যায়
প্রেমের সুরভি মেখে আলিঙ্গন করে অলীক অভিমান
ছলাৎ ছলাৎ শব্দে জেগে ওঠে ওষ্ঠের বারান্দা
ঝড় ওঠে অবলীলায় নিশুতি রাত কথা শোনে না।


হৃদয়ের অপচয়ে ভালোবাসা হয় না
সোহাগ নদী বইছে স্পর্শের অহংকারে
সুখের বালুচরে শুয়ে আছে ভবিষ্যৎ প্রজন্ম
দখিনা হাওয়ায় সাথে মিশে যায় সোহাগের ওম।


            *****


রচনাকাল -
৪ঠা এপ্রিল ২০২৪