চোখের কাজলে বিকেলের মেঘ
কাব্য হয়ে যায়
ভালোবাসা মন ফাগুন হাওয়ায়
ওষ্ঠ গিলে খায়।


দখিনা হাওয়া চুপিচুপি বলে
এসেছে প্রেমের দিন
রঙিন আবির হৃদয়ে মেখে
ভালোবাসায় রেখো না ঋণ।


জোছনার রঙ সোহাগ ঝরায়
নীল যমুনার তীরে
দুটি হৃদয়ের ঘ্রাণের আলোয়
থাকবে সুখের নীড়ে।


আবির খেলায় রঙের ছোঁয়ায়
খোলো বন্ধ দোর
বাসর জাগা সোহাগ রাতে
কাটবে প্রেমের ঘোর!


জল থৈ থৈ ভালোবাসায়
ওষ্ঠে রাত্রিবাস
জোছনা আলো ছড়ায় জীবনে
ভালোবাসা বারোমাস।


       ******


রচনাকাল -
২৩ শে ফেব্রুয়ারী ২০২৪