বৃষ্টি মাথায় ছুটছে মানুষ
উঠেছে এখন ঝড়
লণ্ডভণ্ড এই ধরাতল
ভাঙছে মাটির ঘর।


ফসলের মাঠ হবে নয়ছয়
কৃষকের মুখ ম্লান
শুকনো হাসি লুকিয়ে রেখে
করবে ঘামে স্নান।


সবজির দাম আকাশ ছোঁয়া
গরীবের মাথায় হাত
কালবৈশাখী ঝড়ে কাব্য হয়
অভুক্ত কাটে রাত।


ঝড় এসেছে যাবেও ফিরে
রক্তাক্ত হৃদয় ভুবন
ফসলের মাঠে কৃষক কাঁদে
কোথায় সুখের লগন!


ঝলসে যাওয়া রুটির মতো
মানুষের মুখ পোড়া
দগদগে ক্ষত হৃদয় উঠোনে
দুঃখটা শরীরে মোড়া।


       ******


রচনাকাল -
৮ই এপ্রিল ২০২৪