রঙিন শাড়ি বাহারি শরীর
   কাজল চোখে স্বপ্ন
      রাতের আলোয় দাঁড়িয়ে আছে
         পুরুষ খোঁজায় মগ্ন!


স্বপ্ন পুরুষ পালিয়ে গেছে
    আঁধার পথে ছেড়ে
       চোখের জলে পুরুষ দস্যু
          নিয়েছে সব কেড়ে।


গাঁয়ের মাটি হারিয়ে গেছে
   সুখের ছিল শৈশব
      এক পুরুষে নষ্ট জীবন
          ছিল তারই বৈভব!


বেশ্যা বলে সমাজ আমায়
   আমি নষ্ট নারী
       কোন পাপেতে এমন সাজা
           পথেই হল দেরী।


রাত্রি ঘুমায় শরীর জাগে
    আসবে নষ্ট মরদ
       শরীর চিঁড়ে খাচ্ছে তারা
           নেই একটুও দরদ!


         *****