দীর্ঘ প্রতীক্ষার পর বিষণ্ণ কিশোরী
গোধূলির বুক চিরে হেঁটে যায় ...
পোয়াতি আঁধার জানেই না -
জোনাকি আলোতেও কত মেয়ে নষ্ট হয়!


জোনাকির চীৎকার কেউ গ্রাহ্যই করে না
নারীরা পুড়ছে অনিচ্ছাকৃত আগুনে -
তৃতীয়ার বাঁকা চাঁদ ডুকরে কাঁদছে
নারীর যন্ত্রণায় থমকে দাঁড়িয়ে ঝড়ো হাওয়া।


যারা রোদ্দুরের সঙ্গে সোহাগের গল্প করতো
তারা এখন স্রোত হীন শান্ত নদী
সারা শরীরে জমেছে শ্যাওলার ওম
বিষণ্ণ রাত্তির প্রহর জাগে অপলক।


ভোরের শিশিরে ডুবে গেছে পূর্ণিমা চাঁদ
কাল্পনিক সুখ বিছনায় রেখে জেগে ওঠে নারী
অসুখী মেয়েরা আজও হেঁটে যায একাকী
নদী বাঁধ ভেঙে যাওয়ার মত হারিয়েও যায় তারা।।


              *******