দুহাতে ধরেছি কান্নার জল
বৃষ্টিকে দিয়েছি ছেড়ে
অনাগত সুখ লিখলে কপালে
সেটাও নিয়েছো কেড়ে।

দুচোখ জুড়ে স্বপ্নের রোদ
বৃষ্টি নামুক জোরে
হৃদয় ভিজুক খোলা হাওয়ায়
কদম ফুটুক ভোরে।

প্রকৃতির ছোঁয়া পেয়েছে সবুজ
মাটির গন্ধ শুকে
মানুষ ভিজছে মাঠে দাঁড়িয়ে
কষ্ট লাগে না বুকে!

মাটির উঠোনে ভিজে একশা
বৃষ্টিতে ভিজছে শিশু
পাগলা হাওয়ায় বাদল দিনে
ফুটপাতে ঘুমায় যিশু।

আষাঢ়ের মেঘে ঢেকেছে আকাশ
নেই কোথাও আলো
বৃষ্টির রঙ চিকচিক করে
জীবন আঁধার কালো।

      ******

রচনাকাল  - ১১|০৭|২০২২