মুগ্ধ আলোয়              চোখ মুছেছি
          তবুও ঘোর আঁধার
কোন সজনী              আসবে কাছে
           মুক্ত হৃদয় দুয়ার।


ফেরারি মেঘ              উদাসী হাওয়া
        কিশোরী শাড়িতে লজ্জা
জ্যোৎস্না আলো            লুটোপুটি খায়
           সুরভিত বাসর শয্যা।


আগুণ শিখা              দাউদাউ জ্বলে
       ভালোবাসা খায় বৌভাত
চোখের কাজল           নতজানু ভোর
       শরীর পেয়েছে মৌতাত।


নীরবতা ভেঙে             কলতান ওঠে
            শরীর জুড়ে প্লাবন
কুয়াশার ঘোর             কাটেনি এখনও
          মরুভূমিতেই হবে শ্রাবণ।


ভোরের আকাশ              হিমেল বাতাস
              লুকোচুরি খেলা শেষ
ভালোবাসা আজ              সারারাত জেগে
              খুঁজেছে সুখের দেশ!


                *********