ঝড় উঠেছে কালবৈশাখী
সামাল সামাল রব
লণ্ডভণ্ড সবুজ প্রকৃতি
সুখটা গিয়েছে সব।

ভেঙে গেছে সুখের বাসা
আঁধারে ডুবেছে দিন
স্বপ্নের রঙ হারিয়ে গেছে
শোধ হবে কী ঋণ?

কালবৈশাখী আসবে যাবে
সুখও হবে চুরি
ভাঙা আয়নায় দেখো নিজেকে
প্রকৃতি মারছে ছুরি।

গোধূলি আলোয় সাঁতার কেটে
জ্বালবে জীবনে আলো
সেই আশাতেই দিয়েছে ছাই
আঁধারে প্রদীপ জ্বালো।

অসুস্থ দিন আসবে ফিরে
মানুষ পাচ্ছে ভয়
বুকের পাঁজরে ধরেছে ঘুণ
আসবে কবে জয়?

       ******

৩১ মার্চ ২০২৩