কবিতা মানে   হৃদয়ের অন্ধকারে একফালি শরৎ আকাশ।
কবিতা মানে   ভূমিষ্ঠ শিশুর শৈশবের বর্ণপরিচয়।

কবিতা মানে   অসহায় মানুষের বেঁচে থাকার আশ্রয়।
কবিতা মানে   বৃষ্টি ভেজা সকালে এক কাপ গরম চা।

কবিতা মানে   সাহিত্য মনস্ক মানুষের বেঁচে থাকার অক্সিজেন।
কবিতা মানে   বৃষ্টি ভেজা রোদ্দুরের গল্প কথা।

কবিতা মানে   নিরালা দুপুরে কৃষকের একফালি বিশ্রাম।
কবিতা মানে   কনকনে ঠান্ডায় উলঙ্গ শিশুর উল্লাস।

কবিতা মানে   ভাটিয়ালি সুরে উদাস বাউলের মেঠো পথে গান।
কবিতা মানে   অমায়িক হাসিতে কৃষকের নবান্ন উৎসব।

        *****

রচনাকাল  - ১২|০৯|২০২২