পাশাপাশি বসে কপোত কপোতি
কখনো বা তারা হাসে
সোহাগের রঙ এতো সুমধুর
একে অপরকে ভালোবাসে।

গাছের ছায়ায় বসেছে দু'জন
শরীর শরীরে মেশে
ওষ্ঠের ছোঁয়ায় আসে বসন্ত
হাতটি ধরবে এসে।

মেঘের আড়ালে লুকিয়ে বৃষ্টি
হঠাৎ ভিজিয়ে দেবে
ভালোবাসা আজ ওষ্ঠ ছুঁয়েছে
হৃদয়টা লুটে নেবে।

কপোত কপোতি ঘাসের বুকে
লিখেছে প্রেমের গান
যুবক যুবতী হয়েছ যেন
প্রেমের উপাখ্যান।

বৃষ্টি ভেজা ঘাসই জানে
প্রেমের গোপন কথা
ঘাসের বুকে মুখ লুকিয়ে
ভুলবে সকল ব্যথা।

       ******

রচনাকাল  - ১৬|০৭|২০২২