ডুকরে কাঁদে ছোট্ট মেয়ে
বয়স সবে চার
গোপন অঙ্গে রক্ত নদী
নির্বাক দেহ তার।

লক্ষ টাকা চাই ডোনেশান
বাহানা হাজার রকম
শিশু নিয়ে করছে খেলা
বাঁধন ছাড়া বকম!

নামী স্কুল দামী শিক্ষক
মনটা কেন পশু -
ভালোবাসা নাইবা দিলে
কেন ধর্ষিতা হয় শিশু?

অবাক সমাজ প্রশ্ন হাজার
কোথায় ভরসা পাই
ধর্ষকদের ঘরে কী কোন
কন্যা সন্তান নাই!

সভ্য সমাজ সভ্য পোশাক
কুৎসিত কেন মন
দোষীদের সাজা নিশ্চিত করুন
চাইছে সকল জন।

ম্যাডাম বলেন করছে নাটক
শিশুটা ভারী শয়তান
লজ্জা স্থানে রক্ত ধারা
বাইরে শুধুই কলতান!

ছিঃছিঃ ম্যাডাম একী বললেন
আপনিও এক নারী
শিশুর শরীর নষ্ট করার
কোথায় আইন জারী!

   *****