রঙ বেরঙের পোশাক পরা
পালিশ করা জুতো
শিক্ষা তাদের অতি নগণ্য
সদাই খোঁজে ছুতো।

ঘুষ দিয়ে করছে চাকরি
আদালতের বিচারে বাতিল
বিদ্যা বুদ্ধির করবে বিচার
কারা জানো কাতিল?

দেশটা গেলো রসাতলে
শুনবে কে কার কথা
পাশ করেও হয় না চাকরি
বাড়ছে বুকে ব্যথা।

আসল নকল সব একাকার
সবাই যেন রাজা
মুখে কুলুপ নষ্ট জীবন
কে কার দেবে সাজা!

যোগ্য প্রার্থী আজও বেকার
বিবেক করি খুন
মানুষ কবে হবে মানুষ
সমাজে ধরেছে ঘুণ।

      ******

রচনাকাল  - ২২|০৬|২০২২