আকাশ ও সাগরের সীমারেখা ছুঁয়ে আছে জল
নীরবতা ভেঙে সাগরের তীব্র আস্ফালন ...
পাহাড় সমান ঢেউগুলো ভেঙে যায় মোহনায়
বালিযাড়ি জুড়ে ঝিনুকের অনন্ত মহা মিছিল।


ঢেউ ভেঙে যায় নীরব চোখের পাতায়
ঢেউ দিয়ে যায় মনের গহীন কোণায়
ভালোবাসা মনি মুক্তো খোঁজে ...
জ্যোৎস্না আলোয় জোনাকি রাত জাগে।


সাগর জানে শুধুই গোপন স্মৃতি
আকাশ জুড়ে শঙ্খচিলের মেলা
লক্ষ মানুষ সাগর জলে ভাসে -
মনি মুক্তো অতল সাগর জলে।


খুঁজে বেড়ায় সাগর ফালা ফালা
মুক্ত আকাশ অনন্ত জলরাশি ...
ভাসিয়ে দিলাম মনের গোপন কথা
হৃদয় ছুঁয়ে দিব্যি দেবার পালা।।


       *****