গভীর অসুখ মনের ভেতর
   খুঁজছে আঁধার পথ
      শরীরে ঢেলে দিয়েছ বিষ
         কোথায় আলোর রথ!


ধীরে ধীরে হচ্ছে বড়
   কুমারী শরীর নষ্ট
      বুকে এসেছে শিশুর অন্ন
         লুকাবো কোথায় কষ্ট।


জ্যোৎস্না আলোয় হাত ধরেছি
    তবুও শরীর নগ্ন
        লজ্জানত কুমারী শরীর
           হয়েছে কেমন ভগ্ন!


উষ্ণতা বাড়ে কালো রক্তে
   মৃত আজ অভিমান
      সুখের খোঁজে সোহাগ করেছি
         এই তারই প্রতিদান!


জন্ম দেব কোন সাহসে
   শরীরে পচা গন্ধ
      কুমারী দেহে গোপন ক্ষত
          করবো কি করে বন্ধ!


        ******