অবাক পৃথিবী            শুনেছ কখনো
              মানুষ বড় একা
চোখের জলই              শেষ সম্বল
          হিসাবের খাতা ফাঁকা।


একমুঠো রোদ             গরীবের ভিটে
           আগলে কিকরে রাখে
মৃত কান্না                  শুনছে পৃথিবী
          ঈশ্বর সবই দেখে।


গভীর নিশীথে               চাঁদের আলোয়
              ছড়ায় খুশির ভুবন
আঁধার কেটে                 কুঁড়ে ঘরে
             এসেছে নতুন লগন।


চোখের তারায়               অবাক পৃথিবী
                তবুও দুঃখ জয়
লড়াই করে                    দুমুঠো অন্ন
            শরীর হয়েছে ক্ষয়।


হৃদয়ে লুকিয়ে               গভীর বেদনা
              হাসি তবু উপহার
পরিবার হাসে                ঈশ্বরও হাসে
        তবুও লুকিয়ে অহংকার।।


              ******