ইচ্ছে করে অনেক কিছু খেতে
ইচ্ছে করে অনেক কিছু দিতে
খেতে আমরা কখন গেছি ভুলে
আঁধার দেখি দিনের আলোয় শুলে।


হাসতে গিয়ে আসছে চোখে জল
মৃত সংসার খুঁজছে সুখের স্থল
প্রিয় খাবার শুনলে হাসি পায়
রোদ্দুর যেন অভাব গিলে খায়।


প্রিয় খাবার নয়তো মন্ডা মিঠাই
দু’মুঠো ভাত দু’বেলা যেন পাই
বুকের পাঁজর ঝাঁঝরা হয়ে গেছে -
চোখগুলো সব গর্তে ঢুকে আছে।


কুমারী শরীর কঙ্কাল পোড়া কাঠ
হৃদয়ের নদী শুকিয়ে গড়ের মাঠ
কবে আসবে এমন সোনার দিন
ভাগ্য রেখায় বাজবে সুখের বীণ!


       *******