ভেজা
শরীরে
ক্রীতদাস
আছে লুকিয়ে।
কুরে কুরে খায়
কীট পতঙ্গ সব -
ভেজা দেহ পুড়ে যায়
উজাড় করে দিলে সব
মেঘ গর্জনে ঝলসে যায়
অলিগলি চোরা পথ শ্রাবণে।
ওষ্ঠে আগুন ছুঁয়েছে ওষ্ঠ আজ
অনাবৃত দেহ  দেখছে ক্রীতদাস
রামধনু আলো ভেঙে হয় ভালোবাসা
অমৃতের  খোঁজে ক্রীতদাসও নতজানু।।


            ******