চোখ মুছে দাঁড়িয়েছেন ঈশ্বর -
আজ বিচার সভায় হাজির ‘অ-সভ্য’ মানুষ
একজনের হাতে বোমা অন্যজনের পিস্তল
বৎস্য তোমাদের আয়ু হোক হাজার বছর।

মুহূর্তে ফাটল বোমা চলল ঝাঁকে ঝাঁকে গুলি
ঈশ্বর তবুও হাসছেন অ-ট্ট-হা-সি
বোমা গুলিতে পৃথিবী ধ্বংস হয় না মূর্খ
শুনেই হার্টঅ্যাটাক দু’জনের ...

        *****