বিশ্বাসের গভীরে লুকিয়ে আছে গভীর ক্ষত
প্রতিনিয়ত রক্তাক্ত হয় অথচ ...
নীরব ক্ষত থেকে চুইয়ে পড়ে গোপন ওম।


মেঘলা দুপুরে চিলেকোঠায় অভিসার –
লজ্জা ছুঁয়ে যায় বন্য অভিমান
শরীরের গোপন ভাঙনে মিশে যায় ভালোবাসা।


ভুল বুঝে কিংবা ভুল না বুঝে
বিশ্বাসের সুরভিত দরজা
কখন যে আলগা হয়ে যায়
বোঝবার আগেই সব শেষ ...


চোখের নীচে কালো দাগ ক্রমশ গভীর হয়
নতুন আগন্তুক পেটের ভেতর ছটফট করে।


ভালোবাসা না অবিশ্বাস কার হাত ধরে
সে নতুন পৃথিবীর আলো দেখবে?


        ******