শীত
কুয়াশা
মাখা ভোর
নলেন  গুড়
কিংবা  বরফি
সুস্বাদু সব মোয়া
জাঁকিয়ে শীতের  মজা  
স্কুলের ছুটি ছুটোছুটি
হরেক মজা চড়ুইভাতি  
নতুন   বছর   সুস্বাগতম
চঞ্চল  মন  উড়ছে  হাওয়ায়
ঝিলের জলে ভিনদেশী পরিযায়ী
পেয়েছি যত দুঃখ ভুলেছি নিমেষে
নতুন আলো বাঁধন ছেঁড়া হইহুল্লোড়।।
    *******