আবার হয়তো কোনোদিন দেখা হবে অস্থায়ী ঠিকানায়
বেঁচে থাকার রসদ কিন্তু বেশি দিনের নেই
তবুও চলতে চলতে অতীত আপনজনের সঙ্গে দেখা হবে হয়তো।


অস্পষ্ট মুখের বর্ণমালা চিনতে কষ্ট হয়
মানুষের সাথে মানুষের সম্পর্ক ক্রমশ বিবর্ণ হয়ে যাচ্ছে
দুঃখের নামাবলী দেখার সময় কারুরই নেই।


অস্থায়ী ঠিকানায় বড় অচেনা মুখের ভীড়
সাদা কুয়াশার আস্তরণে মানুষের মুখ -
উতল হাওয়ায় মিশে যাচ্ছে সভ্যতার অসুখ।


আপন আমার আপন সব্বাইকে ভাবতে ইচ্ছে করে
কিন্তু সময়ের শরীরে অলীক অসুখ -
কোকিল গান গায়, বসন্ত ফিরে ফিরে আসে
তবুও অস্থায়ী ঠিকানায় লক্ষ কোটি মানুষের বসবাস।


             *******


রচনাকাল -
৫ই এপ্রিল ২০২৪