তোমার জন্যে দেখেছি আমি
এই পৃথিবীর আলো
তোমার জন্যে হৃদয় মাঝারে
দিয়েছি আসন বড়ো।


কোন্ ভোরে তুমি বিছানা ছেড়েছো
পূব আকাশ হয় নি লাল
ভোরের পাখিরা জাগেনি এখনো
করে নি তারা কলতান।


হাড়ভাঙা খাটুনি খেটেছো তুমি
করেছ জীবনপাত
তুমিই দিয়েছ শিক্ষার আলো
বর্ণের ধারাপাত...


জীবন লড়াইয়ে বাবার সঙ্গে
তুমিই যোগ্য মা -
দুঃখের ঘরে সুখের আলো
তুমিই জ্বেলেছ মা।


মানুষের মতো মানুষ হয়েছি
শিক্ষায় হয়েছি বড়ো
তবুও আমি তোমার কাছে
শিশুর মতোই ছোটো।


ধ্রুবতারা হয়ে দেখিয়েছ পথ
সকল বিপদ মাঝে
হেলায় করেছি সব কিছু জয়
তোমার আশীষ নিয়ে।।