আমি
স্বপ্ন বিক্রি
করতে করতে
একদিন হারিয়ে যাব
সারাটা জীবন ধরে রক্তাক্ত -
সোনালী স্বপ্নের ডানা গেছে ভেঙে
শৈশব চুরি হয়ে গেছে কোন্ রাঙা প্রভাতে...


বাবা
তোমার
পিঠে এখনো
চাবুকের ক্ষত চিহ্ন -
সারাটা জীবন ধরে ক্রীতদাস
একটি অন্যায়ের প্রতিবাদে উঠলো ঝড়
সারাটা শরীর চাবুকে চাবুকে ক্ষত-বিক্ষত...


মা
তোমার
নিষেধ বাবা শোনেনি...
আমা্কেই রাখলে তুমি আগলে
সবাই কে জোর করে তুলে নিয়ে গেল -
তোমাকে আমাকে আলাদা করলো জোর করে
সারা জীবনের মতো ক্রীতদাস হয়ে গেলাম ওখানে...


           *****


রচনাকাল -